

বিনোদন ডেস্কঃ
ভারতীয় চলচ্চিত্রের বিশাল আকাশে সালমান খান ও আল্লু অর্জুন দুজনই দুই দিকের দুই উজ্জ্বল নক্ষত্র। একজন বলিউডের অপ্রতিরোধ্য ভাইজান, অন্যজন দক্ষিণ ভারতের স্টাইল আইকন—কিন্তু জনপ্রিয়তায় দুজনই সমান, দুজনই আলাদা জগতের সমান শক্তিশালী আলো।
সালমান খান তার ক্যারিয়ারের শুরু থেকেই ভারতীয় দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার অভিনয়ে আছে সরলতা, শক্তি এবং পর্দা ভরাট করা এক আভিজাত্য। অ্যাকশন হোক বা রোমান্স—তিনি প্রতিটি চরিত্রকে নিজের মতো করে সাজিয়ে নতুন মাত্রা যোগ করেন। ১৯৮৯ সালের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ থেকে শুরু করে ‘বজরঙ্গি ভাইজান’—প্রতিটি ছবিতে তার জনপ্রিয়তা প্রজন্মের পর প্রজন্ম ধরে বেড়েই গেছে। শুধু সিনেমা নয়, তার মানবিক কাজ, চ্যারিটি এবং তারকা ব্যক্তিত্ব তাকে বলিউডের আইকনিক পুরুষে পরিণত করেছে।
অন্যদিকে আল্লু অর্জুন দক্ষিণ ভারতের সিনেমায় এক অন্যরকম জোয়ার। তার নাচ, স্টাইল, এক্সপ্রেশন এবং অ্যাকশন দৃশ্যে যা শক্তি দেখা যায় তা তাকে নতুন যুগের সুপারস্টারে পরিণত করেছে। ‘আর্যা’ থেকে ‘পুষ্পা’—প্রতিটি ছবিতে তিনি নিজেকে বারবার নতুনভাবে প্রমাণ করেছেন। তাকে বলা হয় “সাউথের স্টাইলিশ স্টার”, কারণ পর্দায় তার উপস্থিতি আলো ছড়ায়; তার নাচের কৌশল আজও তরুণদের অনুপ্রেরণা। দক্ষিণ ভারত ছাড়িয়ে তিনি এখন গোটা ভারতই নয়, আন্তর্জাতিক দর্শকের কাছেও জনপ্রিয়।
সালমান এবং আল্লু—দুজনের পথ ভিন্ন হলেও গন্তব্য একই: মানুষের ভালোবাসা। একজন বলিউডের হৃদয়ে শাসন করেন, আরেকজন দক্ষিণ ভারতের গর্ব হয়ে উঠেছেন। তাদের জনপ্রিয়তা একই মঞ্চে রেখে তুলনা করতে গেলে বোঝা যায়—ভারতীয় সিনেমার দুই বড় শক্তি দুজন দুই ধারার হলেও আলো ছড়ানোর ক্ষমতায় কেউ কারো থেকে এক বিন্দুও কম নন।