
ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি :: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের খোঁজ খবর নিচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী তাহসিনা রুশদী লুনা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিনব্যাপী তিনি ওসমানীনগর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। তাজপুর, উমরপুর, সাদিপুর, উসমানপুরও গোয়ালাবাজার এলাকার কালীমন্দির, সিদ্ধেশ্বরী মন্দিরসহ একাধিক পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব তার তার এই চেতনাই আমাদের রাজনীতির ভিত্তি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমাদের সাংবিধানিক দায়িত্ব। আমি মনে করি, দুর্গাপূজা শুধু পূজা নয়, এটি অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। তিনি আরও বলেন,আমার স্বামী এম. ইলিয়াস আলী এই এলাকার উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল ছিলেন। আজও সেই মূল্যবোধ...
Developed by BDITHOST