1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে গুলি: লায়ন শাকিল ও সহযোগী আরিয়ান ভারতের সীমান্তে আটক - Barta24TV.com
ভোর ৫:৫৬, রবিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে গুলি: লায়ন শাকিল ও সহযোগী আরিয়ান ভারতের সীমান্তে আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫
  • 57 Time View

মো: নিশাদুল ইসলাম নিশাদ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রকাশ্যে গুলি করে তিনজনকে আহত করার ঘটনায় মূল অভিযুক্ত লায়ন শাকিল (৩৩) ও তার সহযোগী মো. আরিয়ান আহমেদ (২৪) ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে তারা বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়। বিকেলে তাদের কসবা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, কান্দিপাড়া এলাকার লায়ন শাকিল গত ২৮ নভেম্বর তিনজনকে গুলি করে আহত করেন। একই রাতে সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের প্রধান আসামি জেলা স্বেচ্ছাসেবক দলের সদ্য সাবেক আহ্বায়ক দেলোয়ার হোসেনকে র‍্যাব গ্রেপ্তার করেছে। লায়ন শাকিল তখন থেকেই পলাতক ছিলেন।

পুলিশ ও বিজিবি জানায়, ভারতীয় বিএসফ বৃহস্পতিবার বিকেলে লায়ন শাকিল ও আরিয়ানকে আটক করে এবং শুক্রবার দুপুরে কসবা উপজেলার ২০৩৯ পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবিকে হস্তান্তর করে। পরে তারা কসবা থানার পুলিশে সোপর্দ করা হয়। এই ঘটনায় বিজিবি বাদী হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. জিয়াউর রহমান বলেন, “দুইজনকে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লায়ন শাকিল ও দেলোয়ারের মধ্যে আধিপত্য বিস্তার এবং চোরাচালান পণ্য আটককে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার পর লায়ন শাকিল আখাউড়া পৌর এলাকার কলেজপাড়ায় পূর্বপরিচিতের বাসায় অবস্থান নেন, পরে সে ভারতের সীমান্ত পেরিয়ে পালিয়ে যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category