

মোঃ ইমরুল আহসান
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাধীন নাকুগাঁও স্থল বন্দর ও শ্রীবর্দী উপজেলাধীন রাজাপাহাড় এবং ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলাধীন পূর্ব গোবরাকুড়া ও গাবরাখালী নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় চোরাচালানী মালামাল ও গরু পাচারের চেষ্টা করে।
বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ও ২০ নভেম্বর ২০২৫ তারিখ শেরপুর ও ময়মনসিংহ জেলার সীমান্তে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ০১টি কাভার্ডভ্যান ও ০১টি ব্যাটারী চালিত ইজিবাইকসহ বিপুল পরিমান ভারতীয় কম্বল, প্যান্টের কাপড়, হোয়াইট বিউটি ফেসওয়াশ, ডাব সাবান এবং গরু আটক করতে সক্ষম হয়। বিজিবি’র অভিযানে আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল ও যানবাহনের সর্বমোট সিজার মূল্য ৭১,০৬,৬০০/- (একাত্তর লক্ষ ছয় হাজার ছয়শত) টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।
সীমান্তে মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা নীতি অনুসরণ করছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।