
রাজশাহী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও পবা-মোহনপুর আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. শফিকুল হক মিলনের ৫৭তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে মানবিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর পবা উপজেলার বড়গাছি এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ, সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে এইচ রানা শেখ। তিনি বলেন, “জননেতা শফিকুল হক মিলন শুধু বিএনপির জন্য নয়, এই অঞ্চলের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর জন্মদিনকে ঘিরে এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো অসহায় মানুষের মুখে সামান্য হলেও হাসি ফোটানো।” অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র আলহাজ্ব...
Developed by BDITHOST