

নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরা উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে প্রাণতোষ কর্মকার (৪২) নামে এক জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮টার দিকে বাঁশগাড়ি ইউনিয়নের দিঘলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত প্রাণতোষ কর্মকার স্থানীয় নতুন বাজারের একজন স্বর্ণ ব্যবসায়ী এবং দিঘলিয়াকান্দি গ্রামের সাধন সরকারের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, রাতের দিকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি দোকানের লেনদেনের কথা বলে তাকে বাড়ির বাইরে ডাকতে থাকে। পরিবারের সন্দেহ হওয়ায় তারা প্রাণতোষকে বাইরে না যেতে বললেও দুর্বৃত্তরা কৌশলে তাকে বাড়ির সামনের মাঠে নিয়ে যায়। সেখানে কাছে থেকে বুকে গুলি করে তারা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা প্রথমে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হত্যার কারণ এখনও পরিষ্কার নয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলেও তিনি জানান।