

নিজস্ব প্রতিবেদক :
সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই সোনালী ব্যাংকের পাশের ঘরটি বাংলাদেশ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি ইসমাইল হোসেন কর্তৃক পরিত্যাক্ত ঘরটি ভাড়া দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার নেপথ্যে একটি চক্র দীর্ঘদিন থেকে ঘরটি ভাড়া দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের পাশেই কোটিপতি হয়েছেন ঐ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এই চক্রের সাথে সরাসরি জড়িত বলে জানাযায়। ঘরের ভিতরে ৪ টি টেবিল দিয়ে ৪ জনকে ২০ হাজার টাকা মাসিক ভিত্তিতে ভাড়া আদায় করে আসছেন নিয়মিত। শেডের ভিতরে ঘরের বাহিরে দেওয়া হয় দুইটি টেবিল যাদের ভাড়া ১০ হাজার টাকা করে নেওয়া হয়। সভাপতি ইসমাইল হোসেন এর সাথে ফোনে আলাপ হলে তিনি ভাড়া নেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং জেলা প্রশাসকের অনুমতি আছে কি না জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেন নি। পরবর্তী নিউজে বিস্তারিত আসছে।