

মোঃ রাসেল মিয়া:
দেশের রাজনৈতিক অঙ্গনে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যখন উত্তাপ বাড়ছে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ঘিরে দলীয় নেতা–কর্মীদের মধ্যে উদ্বেগ গভীর হচ্ছে—তখন মানিকগঞ্জে তার আরোগ্য কামনায় মানিকগঞ্জের সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল।
সোমবার (১ ডিসেম্বর ) হাটিপাড়া ঈদরাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হাটিপাড়া
ইউনিয়ন বিএনপি উদ্যোগে জেলা ছাত্রদলের সাবেক এজিএস মোঃ মিজানুর রহমান ও সদর থানা যুবদলের সদস্য মোঃ আহাদের ব্যবস্থাপনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আতাউর রহমান খান কালু , হাটিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত পরিচালনার সময় উপস্থিত সবার মাঝে ছিল আবেগঘন পরিবেশ।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উপস্থিত বক্তরা জানান, দেশমাতা বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার সুস্থতা আজ দেশের গণতন্ত্রকামী মানুষের প্রধান প্রত্যাশা।”