
মোঃ জুলহাস উদ্দিন হিরো, বিশেষ প্রতিনিধি,শেরপুর। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নুনখোলা পাকারাস্তা থেকে নওকুচি সীমান্তের বানাইপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার কাচা রাস্তা সংস্কার - সম্প্রসারন ও পাকাকরনের অভাবে ১২ গ্রামের মানুষের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার নলকুড়া ইউনিয়নের নুনখোলা খেকে কাংশা ইউনিয়নের নওকুচি সীমান্তের বানাইপাড়া পর্যন্ত পাঁচ কিলোমিটার কাচা রাস্তা। এ রাস্তা দিয়ে ডেফলাই, গান্দিগাও, রাংটিয়া, শালচুড়া নওকুচি, হালচাটি, গজনী,ফুলহাড়ি,ডাকাবর,নুনখোলা, ভালুকা ও ঝিনাইগাতী সদর গ্রামের শতশত মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকে। কিন্তু দীর্ঘ ৫০ বছরেও ওই কাঁচা রাস্তাটি সংস্কার -সম্প্রসারন ও পাকাকরনের অভাবে পথচারীদের দুর্ভোগের সীমা থাকে না। নওকুচি ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাপ হোসেন বলেন এ রাস্তার চারপাশে ৪ টি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় ২ টি, কিন্ডারগার্টেন ৫ টি ও মাদ্রাসা রয়েছে ৪ টি। তিনি বলেন শুস্ক...
Developed by BDITHOST