

মোঃ রাসেল রানা,জামালপুরঃ
গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর এবং কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে শহরের বজ্রাপুরস্থ গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গেইটপাড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আইনজীবী মোশারফ হোসেন, মাদারগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহ্বায়ক রুবেল মিয়া, বকশীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শাহরিয়ার সুমন, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ হৃদয়, সদর উপজেলা শাখার আহ্বায়ক এহসান হাবিব রাহাত, পৌর শাখার আহ্বায়ক শাকিল হাসান এবং সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার আহ্বায়ক মাহমুদুল হাসান বিবেগ প্রমুখ।
বক্তারা ভিপি নুরুল হক নুরের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। অন্যথায় সারাদেশে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।