ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ওসমানীনগরের ৩১টি সার্বজনীন পূজামণ্ডপে উপহারস্বরূপ নগদ অর্থ প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হুমায়ুন কবির।
বুধবার (২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে হুমায়ুন কবির সমর্থক ফোরামের নেতাকর্মীরা পূজামণ্ডপ কমিটির কাছে এই উপহার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন অবিভক্ত বালাগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদাল মিয়া, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক,ওসমানীনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমরান রাব্বানী, সাবেক ইউপি সদস্য সাইস্তা মিয়া, বিএনপি নেতা মকসুদ আলী,আলাউর রহমান ইয়াওর, জিলাদ গজনবী, সিলেট জেলা যুবদলের সিনিয়র সদস্য আবু শিপু চৌধুরী, সমর আলী ও সেচ্ছাসেবক দল নেতা আফরুজ আলীসহ আরো অনেকেই।
এসময় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ দেশের সব জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে চায়। ধর্ম-বর্ণ-রাজনীতি নির্বিশেষে সবাইকে ভালোবাসার এই বার্তা নিয়েই হুমায়ুন কবির জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন। তিনি এই এলাকার মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন মানবিক নেতৃত্ব, উদারতা ও উন্নয়নবান্ধব মানসিকতা দিয়ে। তাই এই অঞ্চলের মানুষ আজ হুমায়ুন কবিরকেই আগামীর নেতা হিসেবে চায়। কারণ, তার চিন্তা-চেতনায় আছে তারেক রহমানের মতো দেশগড়ার স্বপ্ন এবং জনগণের প্রতি দায়বদ্ধতা।
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপহার পেয়ে বলেন, উৎসব পালনের এই সময়ে হুমায়ুন কবিরের পক্ষ থেকে এ ধরনের সহানুভূতিশীল উদ্যোগ আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। এটি প্রমাণ করে, তিনি সত্যিই একজন অসাম্প্রদায়িক ও মানবিক চিন্তার রাজনীতিবিদ, হুমায়ুন কবিরের মতো মানুষ যদি জাতীয় সংসদে আমাদের প্রতিনিধিত্ব করেন, তবে এই অঞ্চলে সম্প্রীতি, শান্তি এবং উন্নয়ন আরও বেগবান হবে। তার নেতৃত্বে সকল ধর্মের মানুষ সমানভাবে সম্মানিত ও নিরাপদ বোধ করবে।