
ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:: সিলেট-২(ওসমানীনগর-বিশ্বনাথ) আসনে খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মুনতাসির আলীর সমর্থনে গণ-জমায়েত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজীপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুনতাসির আলী বলেন, এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় খেলাফত মজলিস সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলে এসেছে। আমি রাজনীতিকে সেবার মাধ্যম হিসেবে দেখি।আমাদের অঞ্চলের মানুষ বহুদিন ধরে উন্নয়ন, সুশাসন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। নির্বাচিত হলে আমি রাজনৈতিক প্রতিহিংসা নয়, জনগণের অধিকার, উন্নয়ন ও শান্তি নিশ্চিত করতে কাজ করব। তিনি আরো বলেন,খেলাফত মজলিস একটি নীতি ও আদর্শভিত্তিক রাজনৈতিক দল। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না, বরং সমাজে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য রাজনীতি...
Developed by BDITHOST