1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ওসমানীনগরে জুয়েলারি দোকান থেকে স্বর্ণকারের রহস্যজনক লাশ উদ্ধার - Barta24TV.com
সন্ধ্যা ৭:৩৬, মঙ্গলবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ওসমানীনগরে জুয়েলারি দোকান থেকে স্বর্ণকারের রহস্যজনক লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫
  • 87 Time View

ওসমানীনগর(সিলেট)প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজারে একটি জুয়েলারি দোকানের ভেতর থেকে উজ্জ্বল বণিক (৪৫) নামের এক স্বর্ণের কারিগরের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাজপুর ইউনিয়নের মঙ্গলচণ্ডী রোডে অবস্থিত “শ্রী গোবিন্দ জুয়েলার্স”-এর মালিক সন্তোষ সন্যাসী সকালে দোকানে এসে কর্মচারী উজ্জ্বল বণিককে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে আশপাশের লোকজন নিয়ে বিকল্প চাবি দিয়ে দোকানের তালা খোলেন। এরপর দোকানের ভেতরের শয়নকক্ষে বিছানার উপর উজ্জ্বল বণিকের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

উজ্জ্বল বণিক হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার অন্তর্গত মারকুলি বাজার এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত কানু বণিক।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দোকান ঘরে জোরপূর্বক প্রবেশের কোনো আলামতও দেখা যায়নি। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো. মোনাইম মিয়া বলেন, ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category