

মোঃ সিয়াম সিকদার:
এসি আই মটরস ইয়ামাহা বাংলাদেশ লিমিটেডের বাইকার্স কমিউনিটি ইয়ামাহা রাইডার্স ক্লাব বাংলাদেশ (YRC BD)। এটি বাংলাদেশের প্রতিষ্ঠিত সমৃদ্ধ বাইকার্স কমিউনিটি। এর পরিপ্রেক্ষিতে কমিউনিটির সারাদেশেই শাখা রয়েছে।
তারই ধারাবাহিকতায় একঝাঁক স্বপ্নবাজ তরুণদের হাত ধরে (YRC BD) পাবনার নতুন শাখা হিসাবে গত ২৯/১১/২০১৫ ইং শনিবার, বিকাল ৪ ঘটিকায় পাবনার কাজিরহাট লঞ্চঘাটে (YRC BD) কাশীনাথপুর শাখা উদ্ভোধন ও আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে।
এসময় উপস্থিত ছিলেন YRC পাবনার এডমিন প্রসুন ঘোষ,এবং কাশীনাথপুর সহ আমিনপুর থানার ইয়ামাহা বাইক ইউজাররা।
সবার উপস্হিতিতে কেক কেটে এ শাখাটির আনুষ্ঠানিক যাত্রা ও শুভ করা হয়।
(YRC BD) পাবনা জেলা শাখার এডমিন প্রসুন ঘোষ বলেন- ইয়ামাহা রাইডার্স ক্লাব বাংলাদেশ (YRC BD) এর শাখা সারাদেশেই রয়েছে, তারই ধারাবাহিকতায় কাশিনাথপুর শাখা আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হলো,আমরা এই ক্লাবের সদস্যরা বিভিন্ন সামজিক কাজ করে থাকি,অসহায় দরিদ্র মানুষের পাশে সম্মলিত ভাবে বিগত দিনে থেকেছি এবং ভবিষ্যতে ও থাকবো। এই ক্লাবের সকল সদস্যের সুস্বাস্হ্য এবং ক্লাবের সফলতা ও সাফল্য কামনা করি।