1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
ইতিহাস গড়া ম্যাচে ভারতপর বিপক্ষে দুর্দান্ত জয় দক্ষিণ আফ্রিকার  - Barta24TV.com
ভোর ৫:৫৭, রবিবার, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ইতিহাস গড়া ম্যাচে ভারতপর বিপক্ষে দুর্দান্ত জয় দক্ষিণ আফ্রিকার 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫
  • 25 Time View

স্পোর্টস ডেস্কঃ

ভারতের বিপক্ষে রেকর্ড জয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা
ওয়ানডে সিরিজ বাঁচাতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া বিকল্প ছিল না দক্ষিণ আফ্রিকার। সেটি প্রোটিয়ারা খুবই সফলভাবে করেছে। বিরাট কোহলি এবং ঋতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরিতে ভারতের দেওয়া বিশাল ৩৫৯ রানের লক্ষ্য তাড়া করে জিতে নিয়েছে এইডেন মার্করামের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা।

এই জয়ে প্রোটিয়ারা ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি গড়েছে। সিরিজের তৃতীয় ম্যাচের আগে দুই দলের অবস্থান এখন ১-১ সমতায়।

রায়পুরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে বড় অবদান আসে বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাট থেকে।

শুরুটা ভারতের জন্য কিছুটা ধীরগতিতে হলেও কোহলি ও গায়কোয়াড় তৃতীয় উইকেটে ঝোড়ো জুটি গড়ে দলের স্কোর বড় করেন। এই জুটির মধ্যে গায়কোয়াড় ৮৩ বলে ১০৫ রান করে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন। একইভাবে বিরাট কোহলি ৯০ বলে ১০২ রান করে আরেকটি সেঞ্চুরি তুলে দলের লিড আরও শক্তিশালী করেন।

শেষ দিকে অধিনায়ক লোকেশ রাহুল অপরাজিত ৬৬ রান এবং রবীন্দ্র জাদেজা ২৪ রানে অপরাজিত থেকে দলকে ৩৫৮ রানের বিশাল স্কোরে পৌঁছে দেন।

৩৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা মসৃণ হয়নি। মাত্র ২৬ রানে কুইন্টন ডি কক আউট হয়ে যান। এরপর দ্বিতীয় উইকেটে ১০১ রানের জুটি গড়ে এইডেন মার্করাম ও টেম্বা বাভুমা দলকে সাময়িক শান্তি দেন। তবে ৪৮ বলে ৪৬ রান করে বাভুমা ফেরেন।

এরপর মার্করাম ও ম্যাথিউ ব্রিটজে দলের জয়ের আশা জাগান। ৮৭ বলে সেঞ্চুরি করে ১১০ রানে ফেরেন মার্করাম। ইনিংসে তার ছিল ১০টি চার ও ৪টি ছয়। ব্রিটজে ৪৯ বলে হাফ সেঞ্চুরি তুলে দলের জয়ের পথে অবদান রাখেন। ডেওয়াল্ড ব্রেভিসও দ্রুত ৩৩ বলে হাফ সেঞ্চুরি করেন, তবে ৫৪ রান করে ফিরে যান।

পঞ্চম উইকেটে বিপদ সৃষ্টি হয় ৩১৯ রানে, যেখানে দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ইয়ানসেন এবং টনি ডি জর্জি দ্রুত আউট হলেও শেষ দিকে করবিন বশ ১৫ বলে ২৬ রানে অপরাজিত এবং কেশাব মহারাজ ১৪ বলে ১০ রানে অপরাজিত থেকে দলকে জয় নিয়ে মাঠ ছাড়তে  সাহায্য করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category