মীর শাহাদাৎ হোসাইন,পাবনা জেলা প্রতিনিধিঃ ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আমিনপুর থানা আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ ২১শে আগষ্ট রোববার বিকাল ৫ ঘটিকায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে আমিনপুর থানাধীন কাশীনাথপুর দলীয় কার্যালয় এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি জনাব ইউসুফ আলী খাঁন। আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেড়া উপজেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান জনাব রেজাউল হক বাবু। আমিনপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এজাজ আহম্মেদ সোহাগ। আমিনপুর থানা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা আনোয়ারা। জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আলম মোল্লা। বেড়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন টুটুল। পাবনা জেলা আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য জনাব মাহবুবুর রহমান মান্নান সহ আমিনপুর থানা আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী।