মীর শাহাদাৎ হোসাইন, জেলা (পাবনা) প্রতিনিধিঃ ১৭ই আগষ্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ আমিনপুর থানা শাখা ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে কাশিনাথপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
আজ ১৭ই আগষ্ট বুধবার বিকাল ৫ ঘটিকায় কাশিনাথপুর ফুলবাগান মোরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ ও আলোচনা সভা হয়।
উক্ত সামাবেশ ও আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি জনাব ইউসুফ আলী খাঁন।
আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেড়া উপজেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান জনাব মোঃ রেজাউল হক বাবু। আমিনপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এজাজ আহম্মেদ সোহাগ। বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার মেজবাহ উল হক।
আহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কামাল হোসেন।
জাতসাখিনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলম মোল্লা। পাবনা জেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মাহবুবুর রহমান মান্নান। বেড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জনাব শাহাবুদ্দিন টুটুল। মাসুমদিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আলাউদ্দিন হোসেন আলাল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন আমিনপুর থানা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন নেতাকর্মী।