হরিরামপুর প্রতিনিধিঃ মোহাম্মদ আলী
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়ন পরিষদে জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তলনে অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী, জাতীয় পতাকা ও কালো পতাকা আলাদা দণ্ডে উত্তোলন করতে হবে। জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। সেক্ষেত্রে যে দণ্ডে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে তার উপরিভাগ থেকে পতাকার প্রস্থের সমান নিচে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এসব কোন নিয়মই মানা হয়নি উপজেলার গালা, ইউনিয়ন পরিষদে।
গত সোমবার (১৫ আগস্ট) সকালে সরজমিনে দেখা যায়, জাতীয় শোক দিবসে উপজেলার গালা ইউনিয়ন পরিষদে একই দণ্ডে কালো পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। দণ্ডের উপরে কালো পতাকা এবং তার ৩-৪ হাত নিচে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। যা জাতীয় পতাকা উত্তোলনের নিয়মের লঙ্ঘন। গালা ইউপির চেয়ারম্যান জনাব শফিক বিশ্বাসকে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, জাতীয় পতাকা উত্তলনের বিষয়টি আমাদের ভূল হয়েছে,আমরা জানার পরে সঠিক নিয়মে উত্তলন করেছি। জাতীয় পতকা উত্তলনে অবমাননা ও অনিয়ম করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, হরিরামপুর উপজেলার সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক রাজিবুল হাসান রাজিব।এ বষয়টি নিয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম জানায়, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।