মোহাম্মদ আলী, হরিরামপুর মানিকগঞ্জ প্রতিনিধি:
হিন্দু ধর্মাবলম্বীর সবচেয়ে বড় আয়োজন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মানিকগঞ্জ জেলার হরিরামপুরে পূজামণ্ডপ পরিদর্শন করেন মানিকগঞ্জ-২ আসনের এমপি মমতাজ বেগম। এ সময় তিনি সবার সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
গত ২ অক্টোবর রবিবার রাতে উপজেলার ঝিটকা বাজারে পূজা মন্দির কমিটির আয়োজনে পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. গোলাম মহীউদ্দীন উপস্থিত ছিলেন।
হরিরামপুর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পিয়াস চৌধুরীর সঞ্চালনায় অতিথি হিসেবে মানিকগঞ্জ পৌরসভা মেয়র রমজান আলী, হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আজিম খান, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আবিদ হাসান বিপ্লব, জেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ, জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লক্ষী রানী চ্যাটার্জী, হরিরামপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম, গালা ইউনিয়নের চেয়ারম্যান মো শফিক বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার রায়সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ উপজেলায় ৬৪ টি মন্দিরে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।