আসাদুজ্জামান আসাদ
মহেশপুর প্রতিনিধিঃ
মহেশপুর উপজেলার ৭ নং কাজিরবেড় ইউনিয়নের ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনায় গণনাকারী এবং সুপারভাইজার সবি তার আত্মীয়-স্বজনের ভরপুর।
২০২২ সালের জনশুমারি ও গৃহগণনায় গণনাকারী ও সুপারভাইজারের যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক হতে হবে। এক্ষেত্রে স্থানীয় দক্ষ শিক্ষিত যুবক ও নারীদের গণনাকারী ও সুপারভাইজার হিসেবে নিয়োগ দেওয়ার কথা।
কিন্তু জুই বিশ্বাস তার নিজের বড় বোন জুলিয়া খাতুন ও তার স্বামী জিন্নাহনগর বাজারের বিশিষ্ট রড ও সিমেন্ট ব্যবসায়ী মোঃ মিলন মিয়া, কাজিরবেড়ের বিশিষ্ট ধনী ব্যক্তি মুকুল মিয়া, তার বন্ধু ভৈরবা শহিদুল ইসলাম ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ আজগর আলী, আত্মীয় সাইফুল ইসলাম (এদের সবারই বয়স 35 ঊর্ধ্ব) কে ইন্টারভিউ না নিয়ে সুপারভাইজার বানিয়ে দিয়েছেন। আরও আছে জুই বিশ্বাস এর ভাগ্নি তন্নি ও ভাগ্নে
মোঃ তুসার মিয়া সহ আরো অনেকে কে আদম শুমারী গননা কারী বানিয়েছেন।
এছাড়াও নাস্তা এবং খাবারেও আছে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি।