1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সৌদি আরবে নারী পাচারকারী ০৫ জনকে গ্রেফতার করে সিআইডি - Barta24TV.com
সকাল ১১:৪৪, রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সৌদি আরবে নারী পাচারকারী ০৫ জনকে গ্রেফতার করে সিআইডি

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ৩, ২০২২
  • 183 Time View

আলআমিন কবির সোনারগাঁও উপজেলা প্রতিনিধি।

সৌদি আরবে নারীদের পাচার করে দালাল চক্রের কাছে বিক্রির পর নির্যাতনের অভিযোগে

২৯ জুলাই ০৫ জনকে সিআইডি কর্তৃক গ্রেফতার-করা হয়

সৌদি আরবে পাচার হওয়া নারীদের স্বামীর অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়।

নারীদেরকে উচ্চ বেতনে চাকরি দেওয়ার কথা বলে তাঁকে সৌদি আরবে পাঠান চক্রের সদস্যরা। তাঁদেরকে বলা হয়, সৌদি আরবে যেতে তাঁকে কোনো অর্থ খরচ করতে হবে না। তবে বিষয়টি পরিবারের কাউকে জানানো যাবে না। তাদেরকে বলা হয়, সৌদি আরবে কোনো সমস্যা হলে দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনা হবে। চক্রটির এমন প্রলোভনে পড়ে পরিবারের কাউকে না জানিয়ে গত বছরের নভেম্বরে সৌদি আরবে যান।

সৌদি আরবে পাচার করে ওই নারীকে চার লাখ টাকায় একটি দালাল চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। তাঁকে দাম্মাম এলাকার একটি বাসায় আটকে রেখে গৃহকর্মীর কাজে বাধ্য করা হয়। সেখানে তাঁর ওপর চলে শারীরিক ও মানসিক নির্যাতন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রায় তিন মাস পরিবারের সঙ্গে যোগাযোগও করতে পারেননি তিনি।

এসব নারীকে দেশে ফিরিয়ে আনার নাম করেও পরিবারের কাছ থেকে আদায় করা হয় মোটা অঙ্কের অর্থ। এমন প্রতারণায় জড়িত একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফরহাদ হোসেন রেজা সিকদার (৪২), মো. মিজান (৩৯), আনোয়ার হোসেন (৪০), রাজু আহমেদ আরজু (৫০) ও আনোয়ার হোসেন (৩৯)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category