আবু নাঈম, সোনারগাঁও প্রতিনিধি।
২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন।
রবিবার (২১ আগস্ট) বিকেলে উপজেলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মোগরাপাড়া চৌরাস্তায় এ সমাবেশে মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের সঞ্চালনায় ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোঃ বাদল ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত।মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু,সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, বৈদ্যর বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলআমিন সরকার,নোয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল ইসলাম সামসু,সোনারগাঁও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নাননু, সহসভাপতি আরমান মেরাজ,রবিন আহমেদ সফিকুল ইসলাম খান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন
এসময় উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।