ইয়াছিন আলী খান দোয়ারা বাজার সুনামগঞ্জ প্রতিনিধি।
সুনামগঞ্জের দিরাইয়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার আসামি আব্দুল আহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে সিলেট মেট্রোপলিটন এলাকার এয়ারপোর্ট থানার পীরেরগাঁও থেকে র্যাবের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দিরাই থানার এসআই মিন্টু। গত ১৫ সেপ্টেম্বর দিরাই পৌর এলাকার আনোয়ারপুর গ্রামে ওই শিশুকে শিঙ্গাড়া দেয়ার প্রলোভনে আমন জমিতে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। শিশুটি স্থানীয় মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়ে। তার বাবা অসুস্থ। মা মানুষের বাড়িতে কাজ করে সংসার চালান। শিশুটির চিকিৎসা ও আলামত সংগ্রহের পরীক্ষা সুনামগঞ্জ সদর হাসপাতালে সম্পন্ন হয়। ঘটনার পরপরই অভিযুক্ত আব্দুল আহাদ এলাকা ছেড়ে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে দিরাই থানায় মামলা করেন। প্রযুক্তির ব্যবহার করে সিলেট থেকে আব্দুল আহাদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ওসি (তদন্ত) আকরাম হোসেন বলেন, ঘটনার পর আসামি অন্য এলাকায় পালিয়ে যান। তাকে গ্রেপ্তার করতে পুলিশ টানা অভিযান চালিয়ে আসছিলো। নাম প্রকাশ না করে স্থানীয় এক দোকানদার বলেন, আব্দুল আহাদ একজন লম্পট প্রকৃতির লোক। গ্রামের শিশু ও কিশোরী মেয়েদের চকলেট, শিঙাড়া খাইয়ে মোবাইলে বাজে ভিডিও দেখাতো। তাদের গায়ে হাত দিতো। পৌর কাউন্সিলর আবুল কাশেম বলেন, এটি একটি বর্বর ঘটনা। সুষ্ঠু তদন্ত হোক। অভিযোগ প্রমাণ হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি।