আনোয়ার হোসাইন (সুনামগঞ্জ) বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দিরাই থানা এলাকার চরনারচর ইউনিয়নের দৌলতপুর গ্রামের জনৈক গোলাপ মিয়ার মুদি দোকানের সামনের সড়ক থেকে দিরাই থানার এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সুহিন মিয়া জেলার শাল্লা উপজেলার উজানগাঁও গ্রামের মো. শাহ আলমের ছেলে। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ১ কেজি গাঁজাসহ আটক সুহিন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবারে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়।