পাবনা প্রতিনিধিঃ পাবনা পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুন্সী’র নির্দেশনায় সুজানগর থানাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে সুজানগর থানার একটি অভিযানিক দল ০৭ই সেপ্টেম্বর বুধবার সুজানগর থানাধীন হাটখালি হইতে বনকোলা বাজারের পাকা রাস্তায় জাঙ্গালিয়া ব্রীজের উত্তর পাশে পাকা রাস্তার উপর, ০৩.৩০ ঘটিকায় তল্লাশি চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ২৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন সুজানগর থানা পুলিশ। উক্ত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, মোঃ মিন্টু মন্ডল (২৮), পিতা,মৃত ময়ছের মন্ডল ,মাতা, মনোরা খাতুন (আমেনা) গ্রাম, হাট মালফিয়া, থানা-সুজানগর, জেলা, পাবনা।
প্রকাশ্যে যে, উক্ত আসামীর বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।