সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর সিলেট-সুনামগঞ্জ মহা সরকে কাভার্টভ্যান এক্সিডেন্ট এ নিহত ২ আহত ১ জন।
২৪ শে সেপ্টেম্বর (শনিবার) সকাল ৮ টার সময় মদনপুর সিলেট-সুনামগঞ্জ মহা সরকের পাশে এই দূর্ঘটনা ঘটে।
যানা গেছে যে মদনপুর গ্রামের রাস্তার পাশে বসেছিলো রাজমিস্ত্রী জালাল উদ্দীনের ছেলে মোঃসায়েম আহমদ (১২)ও জালাল উদ্দীনের ছেলে নাঈম আহমদ।
এ সময় হঠাৎ কাভার্টভ্যানের ধাক্কায় মদনপুরের রাজমিস্ত্রী জালাল উদ্দীনের ছেলে মোঃ সায়েম আহমদ (১২) নামে একজনের মৃত্যু হয় বলে জানান স্হানীয়রা ও ফায়ার সার্ভিস লাসটি উদ্ধার করে।
ড্রাইভার সহ মদনপুর গ্রামের জামাল উদ্দীনের ছেলে গুরুতর আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়।
তারপর আর হসপিটালে আর একজন মারাজান