সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
সাতক্ষীরার তালায় সাংবাদিক ইমরান হোসেনের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসী প্রকৃতির মুদি দোকানী হারাণ সাধু। মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহত সাংবাদিক ইমরান হোসেন তালা সদরের রহিমাবাদ গ্রামের বাসিন্দা। স্থানীয় দৈনিক সাতনদী পত্রিকার প্রতিনিধি হিসেবে দায়িত্বরত। হামলাকারী হারাণ সাধু তালা সদরের মৃত. ললিত সাধুর ছেলে। সে হার্ডওয়ার ব্যবসায়ী।
হামলার সময় ঘটনাস্থলে থাকা অপর পার্থ প্রদীপ মন্ডল জানান, হারাণ সাধুর দোকানের সামনে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল সাংবাদিক সোহাগ হোসেন। এমন মুহূর্তে কোন কারণ ছাড়াই দোকানের পাশে যাওয়ার কারণে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে হারাণ সাধু। দোকান থেকে বেরিয়ে সোহাগ ও ইমরানের উপর হামলা চালায়। মারপিট শুরু করে। সাংবাদিক ইমরান হোসেনের গলা চেপে ধরে হত্যাচেষ্টা করে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক হারাণ সাধুকে আটক করে নিয়ে যায় থানা পুলিশ।
হামলার শিকার ইমরান হোসেন জানান, হারাণ সাধুর দোকানটি সরকারি জমির উপর। এ বিষয়ে তালা উপজেলার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করে। একারণে সেই উপজেলা নির্বাহী অফিসারের উপর হামলা করেছিল হারাণ সাধু। তবে স্থানীয় প্রভাবশালীদের কারণে আইনগত ব্যবস্থাগ্রহণ থেকে সে যাত্রায় রক্ষা পায়। আজ কোন কারণ ছাড়াই আমাদের উপর হামলা করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। হামলাকারী সন্ত্রাসী প্রকৃতির হারাণ সাধুর দৃষ্টান্তুমূলক শাস্তির দাবি করছি।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম বলেন, সাংবাদিককে মারপিটের খবর পেয়েই হামলাকারী হারাণ সাধুকে আটক করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।