আবু নাঈম ,সোনারগাঁ প্রতিনিধি। নারায়নগঞ্জের মদনপুরের শীর্ষ সন্ত্রাসী সোহেলের ভাই মাদক ব্যবসায়ী রাসেল,ইয়াসিন,সজিব,চাঁনপুরের খলিল মেম্বারের অনুসারী মাঈনউদ্দিন,অপু-দীপু্র নেতৃত্বে প্রতিপক্ষের লোকদের ওপর হামলার চিত্র সংগ্রহকালে আজ দুপুরে এশিয়ান টিভির প্রতিনিধি সাংবাদিক আয়ানের ওপর সশস্ত্র হামলা চালায়।চিত্রে হামলাকারীদের মারাত্মক অস্ত্রের মহড়ার ছবি এবং ভিডিও ধারণ করার সময় বন্দর প্রেসক্লাবের সম্পাদকও এ সময় আহত হন। আজকের ঘটনার সময় অসংখ্য পুলিশ উপস্থিত থাকলেও সাংবাদিকদের রক্ষায় পুলিশের ভূমিকা ছিল অত্যন্ত প্রশ্নবিদ্ধ। সাংবাদিক নির্যাতনের সময় সশস্ত্র সন্ত্রাসীদের হাতে ছিল চাপাতি বল্লম টেটা ও ধারালো বিভিন্ন অস্ত্র।প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতনের ঘটনায় সারাদেশে সাংবাদিক সমাজ ঝুঁকির মধ্যে অতিষ্ঠ হয়ে পড়েছে। সাংবাদিকদের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনার প্রেক্ষিতে এক বিবৃতিতে জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন নুর ইসলাম এসব চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান এবং পুলিশের সামনে সাংবাদিক নির্যাতনের ঘটনায় কোন ব্যবস্থা গ্রহণ না করায় উদ্বিগ্ন ও তীব্র নিন্দা জ্ঞাপন করেন তিনি। নির্যাতিত নিপীড়িত সাংবাদিকদের অধিকার রক্ষায় জাতীয় সাংবাদিক সংস্থা সব সময় পাশে থেকে বলিষ্ঠ ভূমিকা রাখবে এ জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান। সাংবাদিক নির্যাতনে জড়িত অস্ত্রধারি সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হচ্ছে।