1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সব নষ্ট কিছুও নষ্টদের অধিকারেই যাবে নষ্টের বিনাশ ঘটাতে। - Barta24TV.com
ভোর ৫:৫২, মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সব নষ্ট কিছুও নষ্টদের অধিকারেই যাবে নষ্টের বিনাশ ঘটাতে।

Reporter Name
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৭, ২০২২
  • 428 Time View

ডাঃ কাজী এ,কে,এম রাসেল

পৃথিবী প্রদক্ষিণ করে এসে তুমি ও বলে গেলে কী অবলীলায়!
কোনো নিগুঢ় রহস্য খোজ না করেই;
কবিদের শব্দ মালা জব্দ করে-
“সবকিছু নষ্টদের অধিকারে যাবে।”
এই যদি হয় নির্ধারিত;নষ্টের আরাধ্য চাহিত;
তবে ভালো আর শুভ্রতার অধিকারে কী যাবে
তা নির্ধারণ করে দেবার দায়িত্ব তার ই-
যিনি নষ্টের সাথে বিভেদ তৈরি করেছেন শুভ্রতার।
নষ্টরা অধিকার নেয় না ;ছিনিয়ে নিতে গিয়ে একসময় অতল গহবরেই হারিয়ে যাবে।
পার্থক্য শুধু তুমি নীরব স্বান্তনায় নষ্টদের জয়গান ই গাইবে,তাইতো?
একবার শুধু অপেক্ষা করো আর দেখো
“নষ্ট কিছুও নষ্টদের অধিকারেই যাবে-
সবকিছু অধিকারে নিতে গিয়ে!”
অমোঘ ভবিতব্য এটাই-
“সব নষ্টকিছু আর অশুভ পরিণতি ও নষ্টদের অধিকারেই যাবে; নষ্টের বিনাশ ঘটাতে”

Please Share This Post in Your Social Media

More News Of This Category