1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ এর ২ যুগ পূর্তি - Barta24TV.com
বিকাল ৩:৫৯, সোমবার, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ এর ২ যুগ পূর্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ২৬, ২০২২
  • 1066 Time View

 

স্টাফ রিপোর্টারঃ

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই তিন পার্বত্য জেলা নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম। বাংলাদেশের এক দশমাংশ এই পার্বত্য চট্টগ্রাম। এখানকার পথঘাট যেমন দূর্গম তেমনি দূর্বল যোগাযোগ ব্যাবস্থা। তাই এই অঞ্চলে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থান।

তাদের মধ্যে অন্যতম ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট তথা ইউপিডিএফ। অদ্য তারিখে এই সন্ত্রাসী সংগঠন প্রতিষ্ঠার ১২ বছর পূর্তি হচ্ছে। তাদের মূল স্লোগান হলো “No full autonomy, no rest.” অর্থাৎ তারা পূর্ণ স্বায়ত্তশাসন না পাওয়া অবধি বিশ্রাম করবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু স্থানীয় পাহাড়ী এবং বাঙালি লোক জানায়- ‘তারা এই পাহাড়ের বুকে সন্ত্রাসী, চাঁদাবাজী, অস্ত্রের মূখে গুম, খুন এসব করে। কেউ মুখ খুললে তাদেরকে স্বপরিবারে মেরে ফেলা বা গুম করার ঘটনা অহরহ ঘটে। আমরা অসহায় সাক্ষ্য ও প্রমানের অভাবে তাদের বিরুদ্ধে প্রশাসন ও কিছু করতে পারে না। তাই বাধ্য হয়ে আমরা কষ্টের উপার্জনের একটা নির্দিষ্ট অংশ চাঁদা দিতে বাধ্য হই।’

তারা আরো জানান যে পার্বত্য চট্টগ্রামে জেএসএস (সন্তু বাহিনী) এর পরে এটিই সর্ববৃহৎ সন্ত্রাসী গোষ্ঠী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category