এম,শাহজাহান শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
‘‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। ১৮ অক্টোবর মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপিত শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, এসময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জেলা পুলিশের সকল স্তরের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ সহ ১৫ আগস্ট শাহাদত বরন কারী সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে
সুসজ্জিত পুলিশের বাদ্য দলের ব্যান্ডের তালে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরবর্তীতে জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে কার্য্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধানমন্রী শেখ হাসিনা সম্প্রচারে অংশ গ্রহণ করে। পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার বি পিএম মো; কামরুজ্জামান।