মোঃ রমজান আলী, জেলা প্রতিনিধি, শেরপুর।
চট্টগ্রামের সিতাকুন্ডে ডিপোতে নিহত ফায়ার ফাইটার রমজানুল ইসলাম রনির মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো। আজ মঙ্গলবার (৭ জুন) সকাল ১০টায় নিজ গ্রাম শেরপুর সদরের হেরুয়া বালুরঘাট এলাকায় তার নিজ বাড়িতে জানাজা হয়। জানাজায় রনির আত্মীয়-স্বজনসহ শতশত মানুষ অংশগ্রহণ করেন।
এর আগে সকাল সাড়ে ৬টায় রনির মরদেহ এসে পৌছায় তার নিজ এলাকায়। মরদেহ পৌঁছার পর থেকেই স্থানীয় জনগণের ভিড় বাড়ে তার বাড়িতে।
তার এই মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এসময় শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তারা তাকে গার্ড অব অনার ও শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।