এম শাহজাহান মিয়া শেরপুর প্রতিনিধিঃ নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানে শেরপুর কামারিয়া ইউনিয়নের পরিডাঙ্গা বিলে পোনামাছ অবমুক্তকরন করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় শেরপুর জেলা সিনিয়র মৎস কর্মকর্তা দপ্তরের বাস্তবায়নে এই পোনামাছ অবমুক্তকরন করেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আতিউর রহমান আতিক এম পি। ১০ সেপ্টেম্বর সকালে এই পোনামাছ অবমুক্তকরন এ উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা মৎস কর্মকর্তা আমিনুল ইসলাম,উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা, মমতাজুন্নেছা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কামারিয়া ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহানসহ ইউনিয়ন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।এসময় হুইপ আতিক বলেন যেখানে পানি আছে সেখানেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাছ ছাড়ার নির্দেশ দিয়েছেন, আমরা ভাতে মাছে বাঙ্গালী আজ এখানে ১০০ কেজি মাছের পোনা অবমুক্তকরন করা হল, এই মাছ বড় হলে এলাকার গরীব মানুষেরা খেতে পারবেন, কিন্তু যে পর্যন্ত মাছ বড় না হচ্ছে সে পর্যন্ত এই মাছ কেউ মারবেন না।