বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) স্বপ্নদ্রষ্টা—প্রতিষ্ঠাতা, বাঙলার যুবকণ্ঠ, আধুনিক জামালপুরের রূপকার, ক্যারিশম্যাটিক নেতৃত্ব, শিক্ষাবন্ধু আলহাজ্ব মির্জা আজম, এমপির জন্মদিন উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে এ শোভাযাত্রা হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন ফিশারিজ বিভাগের ছাত্র মো. সাদিকুর রহমান এবং হাসান মাহমুদ লালন। শোভাযাত্রাটি স্থানীয় মালঞ্চবাজারে শুরু হয়। যা ক্যাম্পাস প্রদক্ষিণ করে মির্জা আজম হলের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে জন্মদিনের কেক কাটা হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার নেতৃত্বদানকারী ফিশারিজ বিভাগের ছাত্র সাদিকুর রহমান বলেন, শিক্ষাবন্ধু মির্জা আজম জামালপুর তথা বাংলাদেশের রাজনীতিতে একজন আইকনিক ব্যক্তিত্ব। পিছিয়ে পড়া এ জনপদের শিক্ষাবিস্তারে তিনি প্রধান ভূমিকা পালন করেছেন। তিনি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমরা তাঁকে এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে স্বীকৃতি চাই। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে তড়িৎ ব্যবস্থা নেবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।