শকামাল হোসেন, বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার”।
মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা হল রুমে আলোচনা সভা আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানই গুলশান, শিক্ষক- শিক্ষিকা, স্কুলের ছাত্রীরা ও সাংবাদিক বৃন্দ প্রমুখ৷
ইউএনও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। আজকের কন্যা শিশুরা আগামীতে দেশকে ডিজিটাল প্রযুক্তিকে সমৃদ্ধ করে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।