সানজিদ মাহমুদ সুজন,জেলা প্রতিনিধী,শরীয়তপুর।
আজ ২৬ জুলাই ২০২২ তারিখ বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ পারভেজ হাসান শরীয়তপুর জেলা কারাগার পরিদর্শন করেন।
এসময় জেলখানার কারারক্ষীদের একটি চৌকস দল বিজ্ঞ জেলা ম্যাজস্ট্রেট মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করেন। জেলা ম্যাজিস্ট্রেট জেলখানার সার্বিক বিষয়াদি তদারকি করেন এবং চলমান অবকাঠামো উন্নয়নের বিভিন্ন বিষয়ে জেল সুপারকে নির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে কারাগারের ভিতরে বন্দীদের খাবারের গুণগত মান পরীক্ষা করেন এবং সংশ্লিষ্টদের এ বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। বন্দীদের নিকট থেকে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং যে সকল বন্দী আর্থিক সমস্যার কারনে আইনগত সাহায্য গ্রহণ করতে পারছেনা তাদের সরকারি ভাবে আইনী সহয়তা প্রদানে ব্যবস্থা গ্রহনের জন্য বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা প্রদান করেন।
সবশেষে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সকল বন্দীদের মাঝে করোনাকালীন সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে কাপড়ের মাস্ক বিতরণ করেন।