এস এম মিলন স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নড়াইল জেলা পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন।এসময় লোহাগড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নাসির উদ্দিন উপস্তিত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে লোহাগড়া থানার কনফারেন্স রুমে উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, নড়াইল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান(ক্রাইম), অতিরিক্ত পুলিশ সুপার মো. দোলন মিয়া(নড়াইল সদর সার্কেল), জহুরুল হক মিলু (এস এম মিলন barta 24 tv)(আজকের পত্রিকা), সৈয়দ খায়রুল আলম(সম্পাদক ২বাংলা), রেজাউল করিম (সমকাল), মো. ওবাইদুর রহমান (আলোকিত বাংলাদেশ), কাজী আশরাফ(এশিয়ানটিভি)মো.খায়রুল ইসলাম(মাইটিভি), বিপ্লব রহমান(যুগান্তর), মো. হাবিবুর রহমান(সকালের সময়), ইমরান হোসেন(আনন্দ টিভি), মো. পিকুল আলম (সকালের সময়), কাজী খসরুজ্জামান লিটন(ফালগুনী টিভি) প্রমুখ। সভায় সাংবাদিকরা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা উন্নয়নে ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম জোরদার করার দাবি জানান।