লক্ষ্মীপুরের রামগতিতে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালকসহ দুই জন নিহত হয়েছেন।
রোববার (৩০ মে) রাত ১০টার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের করলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মোটরসাইকেল চালক মো. রায়হান ও মোটরসাইকেলের যাত্রী বাবুল মাঝি।
স্থানীয়রা জানান, রামগতি থেকে ছেড়ে আসা মাছভর্তি একটি পিকআপ ভ্যান করলা বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক রায়হান ঘটনাস্থলে নিহত হন এবং যাত্রী বাবুল গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে নোয়াখালীর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান বাবুল।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন সোমবার (৩০ মে) সকালে বলেন, সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। বিষয়টি মীমাংসা হয়ে গেছে।