1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
রৌমারীতে বিদেশী পিস্তল, দেশীয় তৈরী শর্ট গান এবং পাইপ গান সহ আসামী গ্রেফতার-১ - Barta24TV.com
রাত ৯:৫৮, বুধবার, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রৌমারীতে বিদেশী পিস্তল, দেশীয় তৈরী শর্ট গান এবং পাইপ গান সহ আসামী গ্রেফতার-১

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৫, ২০২২
  • 291 Time View

 হাসান মাহমুদ কুড়িগ্রাম জেলা বিশেষ প্রতিনিধি কুড়িগ্রাম জেলার অন্তর্গত রৌমারী উপজেলায় বিদেশী ও দেশীয় অস্ত্রসহ রউফ মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১৪ জামালপুর। আটককৃত ব্যক্তি রৌমারী উপজেলার চর-শৌলমারী, কলেজ পাড়াস্থ গ্রামের আবুল কাশেম মোল্লার পুত্র বলে জানা গেছে। গত রবিবার (৪ সেপ্টেম্বর) দিন গত রাত আনুমানিক ৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রউফ কে আটক করে র‌্যাব-১৪ জামালপুর, পরবর্তীতে আসামী কে আটক রেখে তার বাড়িতে গিয়ে অনুসন্ধান চালায় র‌্যাব। অনুসন্ধান চলাকালীন তার বাড়ী হতে ০১টি বিদেশী পিস্তল, ০১টি দেশীয় তৈরী লোহার শর্ট গান, ০১টি দেশীয় তৈরী পাইপ গান, শর্ট কার্তুজ ০৬ রাউন্ড গুলি, ২টি দেশীয় ধারালো চাকু ও নগদ অর্থ ০৯ হাজার ০৫শত টাকাসহ উদ্ধার করে র‌্যাব-১৪ জামালপুর। গত সোমবার বিকালে নায়েক সুবেদার বাদশাহ মিয়া র‌্যাব-১৪ সিপিসি-১ জামালপুর বাদী হয়ে একটি মামলা রুজু করে অস্ত্রসহ আসামী রউফকে রৌমারী থানা পুলিশের হাতে সোপর্দ করেন। রৌমারী থানার অফিসার ইনচার্জ রূপ কুমার সরকার বলেন, র‌্যাব-১৪ কর্তৃক জব্দকৃত অস্ত্র ও একজন আসামীসহ মামলা দায়ের করেছেন। আমরা মামলা নিয়েছি এবং আসামীকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category