ফয়সাল হোসেন
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জ থানা পুলিশ শুক্রবার বিকেলে আলীপুর সড়ক থেকে চল্লিশ বোতল ফেন্সীডিল সহ আলোচিত পরী বেগমের পুত্র ফারদিন বিন আলমগীরকে আটক করেছে। আটককৃত ফারদিন পৌর নন্দনপুর গ্রামের আলমগীর হোসেন ও আলোচিত ফাতেমা বেগম পরীর পুত্র। এব্যাপারে থানার এস আই সৈয়দ দেলোয়ার হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করেছে।
সুত্রে জানায়,রামগঞ্জ পৌর নন্দনপুর গ্রামের আলমগীর হোসেনের এবং আলোচিত পরীর পুত্র ফারদিন বিন আলমগীর শুক্রবার বিকেলে ফেন্সীডিল পাচার করতে আশীপুর সড়কে অবস্থান নেয়। খবর পেয়ে থানার ওসি মো:এমদাদুল হক এমদানের নেতৃত্বে এস.আই দিবাকর,সৈয়দ দেলোয়ার হোসেন,এ.এস.আই এম সোহবার হোসেন (ওয়ান) সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।