1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
রংপুর জেলা পুলিশের মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ-২০২২ পরিদর্শন করেন জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর মহোদয় - Barta24TV.com
রাত ১:৫১, শনিবার, ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রংপুর জেলা পুলিশের মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ-২০২২ পরিদর্শন করেন জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর মহোদয়

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ৩, ২০২২
  • 277 Time View

রংপুর জেলা পুলিশের মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ-২০২২ পরিদর্শন করেন জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর মহোদয়।

নিজস্ব প্রতিবেদকঃ

আজ রংপুর জেলা পীরগাছা থানার কুটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ-২০২২-এ প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়। এ সময় তিনি পুলিশের স্ট্র্যাটেজিক এলার্ম স্কিম ও রায়ট কন্ট্রোল সহ প্যারেড পরিদর্শন করেন।

মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ-২০২২ এ রংপুর জেলার সকল পুলিশ ইউনিট থেকে বিভিন্ন পদমর্যাদার ১১৬ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। পিটি, প্যারেড, সান্ধ্যকালীন ক্লাসসহ অপরাধ প্রবণ এলাকায় নিয়মিত ফুট পেট্রোল, রাত্রিকালীন অপারেশন্স ইত্যাদি নানাবিধ কর্মকাণ্ডে পেশাদারিত্বের সাথে অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় রংপুর জেলা পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কিভাবে কাজ করবে তার বাস্তব প্রশিক্ষণ দেয়া হয়।

অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরীর সভাপতিত্বে মোবিলাইজেশন কন্টিনজেন্টের কাযক্রম পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আশরাফুল আলম, সহকারী পুলিশ সুপার (এসএএফ, অতিরিক্ত দায়িত্ব সি-সার্কেল এবং ডিএসবি), রংপুর, আরওআই, রিজার্ভ অফিস, রংপুর; অফিসার ইনচার্জ পীরগাছা থানাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও প্রশিক্ষনার্থীবৃন্দ।

এসময় সম্মানিত ডিআইজি ও পুলিশ সুপার মহোদয় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং এর কৌশল সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category