রাসেল রানা
জামালপুর
বুধবার ১লা জুন ৮:০০ মিনিটে শহরের পশ্চিম ফুলবাড়ীয়া এলাকায় সাংবাদিক শেখ ফজলে রাব্বির বাসার গেইট থেকে তার মটরসাইকেল চুরি হয়।নিজের অতি প্রয়োজনীয় ও শখের মোটরসাইকেলটি হারিয়ে অনেকটাই বেকায়দায় রয়েছেন তিনি।
তিনি জানান ‘মোটরসাইকেল আসলে একটা প্রয়োজনীয়, জিনিস। আমার মোটরসাইকেলটা চুরি হয়ে গেছে। এর জন্যে আমি সঠিক সময়ে কোথাও যেতে পারছি না। কাজ কর্ম ঠিক মত করতে পারছি না। প্রশাসনের উচিৎ বিষয়টি গুরুত্বের সাথে দেখা।’
মোটরসাইকেল মালিকদের জন্য আতঙ্কের জেলা এখন জামালপুর। জামালপুরে প্রায় প্রতিদিনই মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। প্রকাশ্য দিবালোকে এমন চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্ক ও শঙ্কায় রয়েছেন অন্যান্য মোটরসাইকেল মালিকরাও।
স্থানীয়দের দাবি, গত কয়েক মাসে জামালপুর শহরের বিভিন্ন জায়গা থেকে অর্ধশতাধিকের বেশী মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। অধিকাংশ চুরির ঘটনা ঘটেছে প্রকাশ্য দিবালোকে। অতি প্রয়োজনীয় ও শখের মোটরসাইকেল চুরি যাওয়ায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন চালকেরা। চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারসহ চোরদের আইনের দ্রুত আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
গত ফেব্রুয়ারি মাসের ৭ তারিখ দুপুরে শহরের বোষপাড়া এলাকায় ঠিকাদার তারিফ হোসেনের বাড়ির নিচে থেকে তার মোটরসাইকেল চুরি হয়।
জামালপুর প্রেসক্লাব ভবনের নিচে থেকে একটি মোটরসাইকেল চুরি করেন দুই ব্যাক্তি। এই চুরির ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। এই ঘটনায় মোটরসাইকেলটির মালিক শিপলু চাকলাদার মামলা দায়ের করেছেন থানায়। শিপলু বলেন, ‘১২ মার্চ জামালপুর প্রেসক্লাব ভবনের ভিতর থেকে আমার পালসার মোটরসাইকেল চুরি হয়। ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও চোরকে এখনও ধরা হয়নি।’
জামালপুরের সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, ‘জামালপুরে একটি সংঘবদ্ধ চক্র সম্প্রতি সময়ে প্রতিদিন প্রায়ই প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেল চুরি করছে। আমাদের দাবি, জামালপুরে এই যে মোটরসাইকেল চুরির যে ভয়াবহ উৎসব , তা দ্রুত প্রতিরোধ করা হোক।’