মেলান্দহ থেকে,মোঃ রমজান আলী:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন । সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় দিনটি উদযাপন করা হচ্ছে। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করছে জাতি। ফুলে ফুলে ভরে উঠছে মেলান্দহ শহীদ স্মৃতিস্তম্ভ। মেলান্দহ উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সকালে সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মেলান্দহ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কর্মকর্তা এস এম আলমগীর।
এসময় পুষ্প স্তবক অর্পণ করেন মেলান্দহ মুক্তি যোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি, মেলান্দহ থানা পুলিশ কর্মকর্তা,মেলান্দহ প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা ও মেলান্দহ সরকারি – বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।