1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের (ফেজ-২) আওতায় পঞ্চগড় তেতুলিয়ার বালাবাড়ি বহুমুখী আশ্রয়ণ সমবায় সমিতির সদস্যদের মাঝে ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণ বিতরণ করা হয়েছে। - Barta24TV.com
সকাল ৬:০৮, মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের (ফেজ-২) আওতায় পঞ্চগড় তেতুলিয়ার বালাবাড়ি বহুমুখী আশ্রয়ণ সমবায় সমিতির সদস্যদের মাঝে ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণ বিতরণ করা হয়েছে।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১১, ২০২২
  • 156 Time View

তেতুলিয়া প্রতিনিধি:খাদেমুল ইসলাম।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের (ফেজ-২) আওতায় তেতুলিয়ার শালবাহান বালাবাড়ি বহুমুখী আশ্রয়ণ -২ সমবায় সমিতির সদস্যদের মাঝে ক্ষুদ্র ব্যবসার জন্য ঋণ বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার ১১ আগষ্ট
বিকালে আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত দরিদ্র সদস্যদের মাঝে এ ঋণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সমবায় অফিসার মো. ফারুক হোসেন,বহুমুখী আশ্রয়ণ সমবায় সমিতির সভাপতি মোছা: মরিয়ুম বেগম প্রমুখ।

সমবায় অফিসার ফারুক হোসেন
জানান, আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ৫
জন সুভিধাভোগী নারী
দরিদ্র সদস্যের মাঝে হাঁস-মুরগি পালন ও কৃষিকাজসহ ক্ষুদ্র ব্যবসার জন্য প্রত্যেককে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে ঋণ দেয়া হয়েছে।
ঋণ সুবিধাভোগী আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত হাসেন আলী

আরজুনা বেগম
(৪০) জানান, তিনি এবং তার স্বামী দীর্ঘদিন ধরে গবাদী পশু পালন

করে আসছেন। তারা ঋণের এ টাকা দিয়ে ব্যবসার পরিধি বাড়াবেন।
অপর সুবিধাভোগী আমবিয়া খাতুন
জানান, তিনি এ ঋণের টাকা কৃষিকাজে বিনিয়োগ করবেন।
উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা,
সুবিধাভোগীদের উদ্দেশে বলেন, এ ঋণের টাকার যথাযথ ব্যবহার করতে হবে। ক্ষুদ্র ব্যবসা দিয়েই মানুষ সামনের দিকে অগ্রসর হয়।
তিনি আরও জানান, দেশের সব আশ্রয়ণ প্রকল্পের দিকেই প্রধানমন্ত্রীর সুদৃষ্টি রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category