1. abkiller40@gmail.com : admin : Abir Ahmed
  2. ferozahmeed10@gmail.com : moderator1818 :
মানিকগন্জ সদর হাসপাতালে বিগ ক্লিনিং ডে পালন। - Barta24TV.com
দুপুর ১:৩৬, রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মানিকগন্জ সদর হাসপাতালে বিগ ক্লিনিং ডে পালন।

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুলাই ২৯, ২০২২
  • 174 Time View

নিউজ ডেক্সঃ

আজ শুক্রবার সকাল ৮ টা হতে দুপুর ১.৩০টা পর্যন্ত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল,মানিকগঞ্জে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দিকনির্দেশনা মোতাবেক ও তত্ত্বাবধায়ক এর সহযোগিতায় সার্বক্ষণিক পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির বাইরেও বন্ধের দিনে উৎসব মুখর পরিবেশে হাসপাতাল ভবনের ওয়ার্ড সমূহ,চত্ত্বর পরিষ্কারে “বিগ ক্লিনিং ডে” কর্মসূচি পালিত হয়।

এতে আউটসোর্সিং কর্মচারী,ওয়ার্ডবয়,আয়া সহ ৪৩ জন কর্মচারী অংশ নেন।জনবলের ঘাটতি থাকা সত্ত্বেও বন্ধের দিনে প্রত্যেকের আগ্রহ,উৎসাহ ও কর্মতৎপরতা ছিলো লক্ষ্যনীয়।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কাজী এ.কে.এম.রাসেল,ওয়ার্ড মাস্টার সাজাহান মিয়া,স্টোর ইনচার্জ লুৎফর রহমান,এমটি(ইপি আই) হাবু মিয়া।

এসময় রোগী এবং আগত দর্শনার্থীদের মধ্যেও স্বস্তি লক্ষ্য করা গেছে।
পরিস্কার এর সময় রোগী এবং রোগীর দর্শনার্থীদের মাঝেও হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যথাযথ স্বাস্থ্যশিক্ষা দেয়া হয়।

হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতায় হাসপাতাল কর্তৃপক্ষ সদা তৎপর ছিলো এবং থাকবে।এ ব্যপারে রোগীর
দর্শনার্থীদের ও পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যপারে উৎসাহিত করা হয়।
এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category