মানিকগন্জ পৌরসভার ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করলেন
নিজস্ব প্রতিনিধিঃ
মানিকগঞ্জ পৌরসভার ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন নিজ এলাকার জনসাধারণের সাথে তার বাস ভবনে।এ-সময় উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনিল কুমার রাজবংশী সঞ্চলনায় ছিলেন অ্যাডঃ রেজাউল করিম রেজা।শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠানে কাউন্সিলর কবির হোসেন উপস্থিত সকল কে স্বাগতম জানিয়ে বলেন,আমি আপনাদের সন্তান,আপনাদের ভাই হিসাবে ০৭ নং ওয়ার্ডের মানুষদের সেবা দিয়ে যেতে চাই সেক্ষেত্রে আপনারা সবাই আমাকে পাশে থেকে সহযোগিতা করবেন এই প্রত্যাশা করছি।
এ-সময় আরও উপস্থিত ছিলেন আনোয়ার মাষ্টার,আজাদ,আসলাম,শিক্ষা নবীস আইনজীবী মোঃ মনির হোসেন ইমন বিশিষ্ট ব্যাবসায়ী শাহিনুর পল্লীবিদ্যুৎের রশীদ, ইলিয়াস সহ খান বাহাদুর আওলাদ হোসেন কলেজের নাহিদ পৌলী,বান্দুটিয়া,সাইলিপাড়া,ঘুণ্টি পাড়ার এলাকার জনগণের সাথে রাত ৯ টা অবধি কাউন্সিলর কবির হোসেনে শুভেচ্ছা বিনিময় করেন।