মানিকগঞ্জে রাসেল ভাইপার সাপের দংশনে আরও এক জনের মৃত্যু।
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলে রাসেলস ভাইপার সাপের কামড়ে আরও এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম হোসেন বেপারী (৫০)। শুক্রবার (২১ জুন) বিকেলে ফরিদপুর বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তিনি উপজেলার চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা (মানছুরাবাদ) এলাকার পরশ বেপারির ছেলে। তার মৃত্যুর বিষয়টি বিষয়টি নিশ্চিত করেন লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন। এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে গবাদি পশুর জন্য ঘাস কাটতে গেলে রাসেলস ভাইপার সাপ তাকে কামড় দেয়।রাসেলস ভাইপার নিয়ে উদ্বেগ কতটা যৌক্তিক?রাসেলস ভাইপার নিয়ে উদ্বেগ কতটা যৌক্তিক?লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো মোয়াজ্জেম হোসেন জানান, গতকাল দুপুরে গরুর জন্য ঘাস কাটার সময় হোসেন বেপারীকে রাসেলম ভাইপার সাপ কামড় দেয়। চরাঞ্চল থেকে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়েছে। মরদেহ কিছুক্ষণ আগে নটাখোলা তার বাড়িতে আনা হয়েছে। শুক্রবার বিকেলেও আরেকজন কৃষককে রাসেল ভাইপার সাপে কামড় দিয়েছে বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, আমরা চরাঞ্চলের লোকজন খুব আতঙ্কে আছি। হরিরামপুরের তিনটি চরে ৫-৬ জন এবং আমাদের পাশের ফরিদপুরের চরাঞ্চলের ইউনিয়নেও ৮-১০ জন মারা গেছেন।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান জানান, এর আগে হরিরামপুরের চরাঞ্চলে রাসেল ভাইপার সাপের কামড়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। আজ চরাঞ্চলে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।