মানিকগঞ্জ প্রতিনিধিঃআসিফ খান মনির
মানিকগঞ্জে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শান্তিপূর্ন মিছিলে নেতা কর্মীদের উপর পুলিশের লাঠিচার্জ ও টিয়াসেল নিক্ষেপের, প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সদর উপজেলা গিলন্ড এলাকায়, মুন্নু সিটিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়ে।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য, সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে আসছিলেন। তাদেরকে বাসস্ট্র্যান্ড এলাকায় আওয়ামী-লীগের নেতা-কর্মীরা বাস থেকে নামিয়ে মারধর করে। পরে বেলা ১১ টার দিকে সেওতা এলাকায় আমাদের নেতা-কর্মীরা জড়ো হয়ে শান্তিপূর্ণ ভাবে মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে আসছিল। শান্তিপূর্ণ মিছিলটি খালপাড় মোড়ে আসলে বিনা উস্কানিতে পুলিশ নিরীহ নেতা কর্মীদের উপর লাঠিসোটা নিয়ে ধাওয়া করে।এ সময় টিয়ারসেল, গুলিবর্ষন করে। এতে ২০/৩০ জন নেতা-কর্মী আহত হয়। পুলিশ সদর উপজেলার বিএনপির নেতা ফজলুল হক, যুবদল নেতা সেলিমসহ ৫ জনকে আটক করে।
সম্মেলন থেকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবী করেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি এ্যাডঃ আজাদ হোসেন খান, সহ সভাপতি আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক নূরতাজ আলম বাহার-সহ নেতা-কর্মীরা।