মহেশখালীতে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী আহত।
মোঃ পারভেজ মহেশখালী প্রতিনিধিঃ
কক্সবাজার জেলা মহেশখালী উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ২৯শে নভেম্বর সকাল ৯টায়
গোরকঘাটা বাজারের পন্যবাহী ট্রাক ছাপায় পিষ্ট হয়ে আবুল খায়ের কোম্পানির এক এস আর মানিকের শরীরের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ট্রাকটি চট্টগ্রাম শহর থেকে রাতে মালামাল নিয়ে পশ্চিম দিক হতে পূর্ব দিকে প্রবেশ করছিল।
মহেশখালী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌছলে পূর্ব দিক থেকে মানিক মোটর সাইকেল চালিয়ে আসার পথে ট্রাকটি মানিক চাপা দেয়।
মানিক শরীরের কোমরের নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মোটর সাইকেল ও ভেঙে যায়।
এসময় আহত ব্যাক্তি সড়কে ছিটকে পড়ে।
সিএনজি ষ্টেশনে উপস্থিত লোকজন তাকে দ্রুত আহত মানিক মহেশখালী হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল হাসাপাতালে রেফার করে।
অপর দিকে হোযানক বড় ছড়ায় পিকআপ ধাক্কায় একজন হিন্দু নারী মারাত্বক আহত হয়।
মহেশখালী হাসপাতালের এম্বোলেন্স গাড়ীটি সড়ক দূর্ঘটনায় আহত এক নারী ও পুরুষকে একই সাথে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
মারাত্বকভাবে আহত মানিক বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ পাড়ার বাদশা মিয়ার পুত্র।
চাপা দেওয়া ট্রাকটি কালারমারছড়ার সনজিৎ বৈদ্যর মালিকানাধীন বলে জানা গেছে।
চট্টগ্রামে হসপিটালে চিকিৎসা চলাকালীন সময়ে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।