ডা. আজাদ খান,
জামালপুর জেলা প্রতিনিধি,
তাং ১০/০৬/২০২২ খ্রী.
জনগণকে ভ্যাক্সিন প্রদানে সচেতন এবং উৎসাহিত করতে নানারকম উদ্যোগ গ্রহন করেছে এডাব জামালপুর জেলা কমিটি।
সরকারের বিশেষ ক্যাম্পেইন- “০১কোটি জনগন ০৪জুন হতে ১০জুন তারিখ পর্যন্ত সময়ের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা, জেলা হাসপাতাল ও বিভিন্ন কেন্দ্রে ভ্যাক্সিন প্রদান করছে”
এরই ধারাবাহিকতায় সাধারণ জনগনকে সচেতন ও ভ্যাক্সিন নেয়ার জন্য উৎসাহিত করতে মাইকিং করে প্রচারনা চালাচ্ছে এডাব জামালপুর জেলা কমিটি।
ইতিমধ্যে যারা ভ্যাক্সিন এর ২য় ডোজ গ্রহণ করেছে তারা ২য় ডোজ দেয়ার ০৪ মাস পরে ৩য় বুস্টার ডোজ গ্রহণ করতে পারবে।
বুস্টার ডোজ দেয়ার জন্য গন সচেতনতা মূলক এডাব এর এ মাইকিং কার্যক্রম ০৪ জুন হতে ১০ জুন ২০২২ পর্যন্ত চলবে।
তাছাড়া জামালপুর জেলার সদর, ইসলামপুর, সরিষাবাড়ী, মাদারগঞ্জ, বকশীগঞ্জ, মেলান্দহ ও দেওয়ানগঞ্জ উপজেলায় সচেতনতামুলক মাইকিং প্রচারিত হয়েছে।
গত ০৪ জুন জামালপুর সমাজ উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র (এসপিকে) কার্যালয়ের সামনে এডাব জামালপুর জেলার আয়োজনে এই মাইকিং কর্মসূচির উদ্বোধন করেন এডাব জামালপুর জেলার সভাপতি মোহাম্মদ এনামুল হক।
এ উদ্ভোধনি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এডাবের সাধারণ সম্পাদক ও এসডিও নির্বাহী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার, মানবাধিকার ও গণমাধ্যমকর্মী ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, অগ্রদূত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আনিসুর রহমান, জেলা এডাবের সদস্য, রাশেদা ফারুকী, জান্নাতুল মাওয়া, বিলকিস আক্তার সহ অন্যান্য নেতৃবৃন্দ।